বরিশালে বজ্রপাতে নিহত ৪

Looks like you've blocked notifications!

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় বজ্রপাতে চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচজন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের নূর ইসলাম (৫০), বড়জালিয়া গ্রামের হাফেজা বেগম (৫৫) এবং মেহেন্দীগঞ্জ উপজেলায় আন্ধারমানিক ইউনিয়নের রুস্তম (৬০) ও এসাহাক (৪০)। এ সময় আরো পাঁচজন আহত ও দুটি গবাদি পশুর মৃত্যু ঘটে।

বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ও মেহেন্দীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বজ্রপাতে চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের সংশ্লিষ্ট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।