সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থেই গ্যাসের মূল্যবৃদ্ধি : আনু মুহাম্মদ
সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখন দেশি-বিদেশি কোম্পানির আস্তানায় পরিণত হয়েছে বলেও জানান তিনি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন আনু মুহাম্মদ। দেশব্যাপী রাজপথে গণ-অবস্থান কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সেখানে নেতাকর্মীরা অবস্থান নেন বলে জাতীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করতে গিয়ে অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। বিদেশি কোম্পানির স্বার্থেই বাপেক্সকে পঙ্গু করে দেওয়া হচ্ছে।
জাতীয় কমিটির সদস্য সচিব আরো বলেন, সুন্দরবনবিনাশী প্রকল্প, গ্যাস বিদ্যুতের দামবৃদ্ধি, উন্নয়নের নামে ঋণ ও দুর্নীতিনির্ভর প্রকল্প এগুলো পরস্পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখন কার্যত দেশি-বিদেশি কোম্পানির আস্তানায় পরিণত হয়েছে। দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের প্রাকৃতিক সুরক্ষা প্রাণের সুন্দরবনকে ধ্বংস করা হচ্ছে।
সমাবেশে বক্তারা অবিলম্বে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করে গ্যাস অনুসন্ধানে জাতীয় সক্ষমতা কাজে লাগানোসহ জাতীয় কমিটির সাত দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। সেই সঙ্গে দেশের সুলভ পরিবেশবান্ধব, টেকসই জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করার কথাও বলেন তাঁরা।
জাতীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৮ মার্চ দেশের জ্বালানি নিরাপত্তা টেকসই সমাধানের জন্য সরকারের মহাপরিকল্পনার বিপরীতে জনস্বার্থে বিকল্প মহাপরিকল্পনা উপস্থাপন করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে সুন্দরবন উপকূলীয় এলাকায় মহাসমাবেশের কর্মসূচিও দেওয়া হয়।
আজ চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের হামলায় জাতীয় কমিটির প্রায় ১০ জন আহত হয় এবং ব্যানার কেড়ে নিয়ে কর্মসূচি পালন করতে বাধা দেওয়া হয়। একই সঙ্গে খুলনায় কর্মসূচি পালনের সময় পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করা হয়। সারা দেশে জাতীয় কমিটির কর্মসূচিতে পুলিশসহ সরকার দলীয় মাস্তানদের হামলা ও বাধা অব্যাহত রয়েছে। পুলিশের এই ন্যক্কারজনক হামলাসহ বাধার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও আনু মুহাম্মদ।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে আয়োজিত সমাবেশে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন টিপু বিশ্বাস, বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, বহ্নি শিখা জামালী, ফিরোজ আহমেদ, ফখরুদ্দিন কবির আতিক, শওকত হোসেন আহমেদ, নাসিরউদ্দিন নাসু, মাসুদ খান, শামসুল আলম, শিল্পী কফিল আহমেদ, শিল্পী অরূপ রাহী, আমিরুন নুজহাত মনিষা, তুহিন কান্তি দাস প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন ঢাকা মহানগর নেতা জুলফিকার আলী ও আকবর খান।