জরিমানা পরিশোধ করেনি ‘সিরাজ মোগলাই’
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার দায়ে গুলশানের রেস্তোরাঁ ‘সিরাজ মোগলাই’কে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত ১৪ ফেব্রুয়ারি ওই জরিমানা করলেও নির্ধারিত তারিখের মধ্যে অর্থ পরিশোধ করেনি ওই প্রতিষ্ঠান।
এরই কারণে আজ রোববার ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । শুভ্র পাল নামের এক ব্যক্তি মোড়কজাত পণ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগ করেন ‘সিরাজ মোগলাই’র বিরুদ্ধে। গত ১৪ ফেব্রুয়ারি সিরাজ মোগলাইকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ১৯ ফেব্রুয়ারি ওই টাকা পরিশোধ করার কথা থাকলেও তা করেনি সিরাজ মোগলাই।
অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি গত ১৯ ফেব্রুয়ারি এ জরিমানা টাকা পরিশোধের জন্য প্রতিশ্রুতি দেয়। এ তারিখে পরিশোধ না করায় জরিমানাকৃত টাকার ওপর অতিরিক্ত আরো ২৫ শতাংশসহ মোট ১২ হাজার ৫০০ টাকা আগামী ২ মার্চের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রণব কুমার প্রামাণিক এনটিভি অনলাইকে বলেন, ‘চলতি বছর আগামী ২ মার্চ জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক বন্ধ, সম্পদ ক্রোক এবং বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।’

নিজস্ব প্রতিবেদক