সামুদ্রিক মৎস্য আইনের খসড়া অনুমোদন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : ফোকাস বাংলা
সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকার জরিমানার বিধান রেখে সামুদ্রিক মৎস্য আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন, জাতীয় যুবনীতি, ভুটান ও কাতারের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি এবং রিপাবলিক অব কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে জানান, প্রস্তাবিত সামুদ্রিক মৎস্য আইনে সমুদ্র উপকূলীয় এলাকায় মৎস্য চাষের সুযোগ রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক