রেলের টিকিটে যাত্রীর নামের বিষয়টি পরীক্ষাধীন
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, টিকিট কালোবাজারি ঠেকাতে টিকিটের ওপর যাত্রীদের নাম লেখার বিষয়টি পরীক্ষাধীন রয়েছে।
সোমবার সংসদে সরকারি দলের সদস্য মো. সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রেলওয়ের টিকিট কালোবাজারি রোধসহ টিকিটের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে নানাবিধ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিটের ওপর যাত্রীর বয়স ও জেন্ডার উল্লেখ করা হচ্ছে।’
জাতীয় পার্টির সদস্য এ কে এম মাঈদুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, রেলওয়ে ব্রিজের মূল অবকাঠামোতে কখনও বাঁশ ব্যবহার হয় না। ট্রেন চলাচলের ফলে কোনো কোনো স্লিপার আঁকাবাঁকা হয়ে যাওয়া রোধে স্থানীয়ভাবে রেল কর্মচারীরা বাঁশ ব্যবহার করতে পারেন, যা বিপজ্জনক নয়। ব্যবহৃত এ বাঁশ কোনোরূপ ভার বহন করে না।
সরকারি দলের সদস্য মিসেস আমিনা আহমেদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়েতে কন্টেইনার পরিবহনের হার প্রতিবছরই তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত জুলাই-২০১৫ থেকে ডিসেম্বর-২০১৫ পর্যন্ত রেলযোগে ৩২ হাজার ১২৩ টিইউস কন্টেইনার পরিবাহিত হয়। সেই তুলনায় চলতি অর্থবছরের জুলাই-২০১৬ থেকে ডিসেম্বর-২০১৬ পর্যন্ত রেলযোগে ৩৩ হাজার ৪৩০ টিইউস কন্টেইনার পরিবাহিত হয়েছে। অর্থাৎ চলতি অর্থবছর এক হাজার ৩০৭ ইউনিট কন্টেইনার বেশি পরিবাহিত হয়েছে।
ঢাকা আইসিডিতে পরিবহনের জন্য অধিকসংখ্যক কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আসলে রেলওয়েতে কন্টেইনার পরিবহন আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন রেলপথমন্ত্রী।