চাকরির খোঁজে ঢাকায় এসে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীতে চাকরির খোঁজে এসে খিলক্ষেত রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর বুধবার রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহাবুব আলম (২১) নামের ওই শিক্ষার্থী ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাশিনগর গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জের একটি কলেজের ডিগ্রির (বিএ) ছাত্র ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার সময় নিহত মাহাবুবের পাশে থাকা তাঁর গ্রামের প্রতিবেশী আবুল হাসেম জানান, গত রোববার তাঁরা ঢাকায় আসেন চাকরির খোঁজে। এর পর তাঁরা গাজীপুরে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। বুধবার বিকেলে খিলক্ষেত এলাকায় আরেক আত্মীয়ের বাড়িতে যান চাকরির বিষয়ে আলোচনা করতে। সেখান থেকে আবার গাজীপুর ফেরার পথে খিলক্ষেত রেললাইনে ট্রেনের সঙ্গে ধাক্কায় মাহাবুব আহত হন। প্রথমে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থা গুরুতর দেখে তাঁকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, সন্ধ্যা ৭টার দিকে খিলক্ষেত রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মাহাবুব। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর লাশ হাসপাতাল মর্গে আছে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক