গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

Looks like you've blocked notifications!
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি : এনটিভি

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ‘আমরা  নারায়ণগঞ্জবাসী’ সংগঠন।

আজ শনিবার সকালে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি হাজী নুরুউদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর দিলারা মাসুদ ময়না প্রমুখ।

গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক দাবি করে ব্ক্তারা বলেন, এমনিতেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে সব সময় গ্যাস থাকে না। এ রকম নানা সমস্যা থাকার পরও গ্রাহকরা নিয়মিত বিল পরিশোধ করছে। সরকার সেদিকে খেয়াল না দিয়ে আরো দাম বাড়িয়ে দিচ্ছে। অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।