মুক্তি পাওয়ার পর হাবিব-উন-নবী সোহেলকে আবার আটক
জামিনে মুক্তি পাওয়ার পর কারা ফটক থেকে আবার আটক করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলকে। এর প্রতিবাদে আজ সোমবার নয়াপল্টনে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।
সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন হাবিব-উন-নবী খান সোহেল। তাঁকে গ্রহণ করার জন্য আত্মীয়স্বজনও এসেছিলেন কারা ফটকে। কিন্তু ফটক দিয়ে বের হওয়ার পর তাঁকে আবার আটক করে ঢাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ খবরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোহেলের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নোয়াখালীর বেগমগঞ্জ আসনের সংসদ সদস্যের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
অন্যদিকে, সোহেলের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একই সঙ্গে কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেওয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
রিজভী আহমেদ বলেন, ‘একজন সাবেক ছাত্রনেতা তাঁর প্রতি যদি কোনো অন্যায়, বর্বর আচরণ হয় তার প্রতিটির হিসাব কিন্তু রাখা হবে। আপনারা বিএনপির রেজিস্ট্রেশন নিয়ে কথা বলেন, না? আমরা রেজিস্ট্রেশন রাখছি যাঁরা এই অন্যায় করছেন, যাঁরা জেলগেট থেকে আমাদের সন্তানদের, আমাদের ছোট ভাইদের, আমাদের নেতাদের তুলে নিয়ে গিয়ে আবার তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিচ্ছেন, গোয়েন্দা দপ্তরে রাখছেন, তাঁদের কিন্তু আমরা চিহ্নিত করে রাখছি, আমরা তাঁদের রেজিস্ট্রেশন রাখছি। আমরা তাঁদের তালিকাভুক্ত রাখছি।’