রাঙামাটিতে গুলি করে ‘৩ ইউপিডিএফ কর্মী হত্যা’

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

রাঙামাটির লংগদু উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে তাঁদের খুন করা হয় বলে অভিযোগ করেছেন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা। 

ইউপিডিএফ ও স্থানীয় লোকজনের কাছে নিহত ব্যক্তিদের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন অমিত চাকমা যুদ্ধমণি, সুজয় চাকমা ও সুমন চাকমা। নিহতের সবার বয়স ত্রিশের কোঠায়। নিহত অমিত ও সুজয় চাকমার বাড়ি লংগদু উপজেলার বড় কাট্টলি এলাকায়, সুমন চাকমার বাড়ি নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং এলাকায় বলে জানা গেছে। urgentPhoto

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ভাইবোনছড়ায় গোলাগুলির শব্দ শোনা যায়।

ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বলেন, সকালে একটি বাড়িতে অবস্থানকালে হঠাৎ সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির লোকজন গুলি করলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তিনি এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমাকে দায়ী করে বলেন, ‘সন্তু লারমা যে অসহযোগের ঘোষণা দিয়েছেন, তা জনগণের বিরুদ্ধে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেটাই প্রমাণিত হলো। ’

তবে অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির মুখপাত্র সজীব চাকমা বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে ইউপিডিএফের রুটিন অভিযোগ। আমাদের কোনো সশস্ত্র কর্মী নেই। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।’ তিনি ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দাবি করেন। 

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেছেন, ‘ওই এলাকায় একটি ঘটনা ঘটেছে। সেখানে মৃত্যুর খবর শুনেছি। আমাদের ফোর্স সেখানে গেছে।’