কুমিল্লায় প্রচারে আ. লীগের ২৫ কেন্দ্রীয় নেতা
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ একটি বিশেষ কমিটি গঠন করেছে। আওয়ামী লীগের ২৫ জন কেন্দ্রীয় নেতা ওই কমিটির মাধ্যমে দলের মনোনীত মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে নির্বাচনী মাঠে নামবেন।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে। আর সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম থাকছেন সদস্য সচিব হিসেবে।
এ ছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২১ জন নেতাকে নির্বাচনী এলাকার ওয়ার্ডভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। এই কমিটি আগামী ১২ মার্চ রোববার সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করবে।
আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী দায়িত্ব পালন করবেন ১ নম্বর ওয়ার্ডে। তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন ২ নম্বর ওয়ার্ড, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে।
বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দায়িত্ব পালন করবেন ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ ৯ নম্বর ওয়ার্ড, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা ১০ নম্বর ওয়ার্ড, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ১১ ও ১২ নম্বর ওয়ার্ড, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ১৩ নম্বর ওয়ার্ড, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম ১৪ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং ১৫, নজিবুল্লাহ হিরু ১৬, মো. আমিরুল ইসলাম মিলন ১৭, মো. গোলাম কবীর রাব্বানী চিনু ১৮, এ বি এম রিয়াজুল কবীর কাওছার ১৯, পারভীন জামান কল্পনা ২০, আনোয়ার হোসেন ২১ ও ২২, ইকবাল হোসেন অপু ২৩ ও ২৪, মেরিনা জাহান ২৫, ড. শাম্মী আহমেদ ২৬ এবং মারুফা আক্তার পপি ২৭ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।
আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে দলীয় প্রতীকে এবারই প্রথমবারের মতো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে। এবারই প্রথম মেয়র পদে লড়বেন আওয়ামী লীগের প্রার্থী সীমা। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু। সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে সীমার বাবা আওয়ামী লীগ নেতা আফজল খানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন মনিরুল হক।