গোপালগঞ্জে বলুগা খাল মাটি ভরাটের প্রতিবাদে বিক্ষোভ

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারের বলুগা খাল দখল করে মাটি ভরাট করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। ছবি : এনটিভি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারের বলুগা খাল দখল করে মাটি ভরাট করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। আজ সোমবার দুপুরে রামদিয়া বাজারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় বেথুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্ষিরোদ রঞ্জন বিশ্বাস প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তারা বলেন, বলুগা খাল দিয়ে ব্যবসায়ীরা নৌকায় করে তাদের মালামাল কম খরচে আনতে পারেন। খালটি যদি ভরাট করে ফেলা হয়, তাহলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।

আর স্থানীয় এলাকাবাসী জানায়, স্থানীয় সীতারামপুর গ্রামের বাসিন্দা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিবিএ সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ নিজের প্রভাব খাটিয়ে ওই খাল ইজারা নেন। তিনি তাঁর নিজস্ব লোকজন নিয়ে বলুগা খাল মাটি ভরাটের উদ্যোগ নিলে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, ফুকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, জেলা পরিষদের সদস্য শরীফ হোসেন সোহরাব, রামদিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন।