ভূমিহীনদের উচ্ছেদের হুমকি, প্রতিবাদে মানববন্ধন

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জ সদর উপজেলার একটি পল্লীতে সরকারের দেওয়া খাসজমি থেকে উচ্ছেদের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন ভূমিহীনরা। ছবি : এনটিভি

গোপালগঞ্জ সদর উপজেলার একটি পল্লীতে সরকারের দেওয়া খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদের হুমকি দিচ্ছেন স্থানীয় প্রভাবশালীরা। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চরপুখুরিয়া গ্রামের সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে অর্ধশতাধিক ভূমিহীন পরিবার অংশ নেয়।

এ সময় বক্তারা উচ্ছেদের হুমকির প্রতিবাদে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তাঁরা। বিক্ষোভ মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন আবদুল আলী মুন্সী, আহাদ আলী খান, বোরহান সমাদ্দার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, চরপুখুরিয়া গ্রামের মধুমতি নদীর তীরে জেগে ওঠা চরের ১০৮ একর জমি সরকার ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়। এই জমি ভূমিহীনরা ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি পুখুরিয়া গ্রামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাঁর সঙ্গীরা সেই জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদের জন্য নানাভাবে হুমকি দিচ্ছে।