শহীদ মিনারে মিজারুল কায়েসকে শ্রদ্ধা
ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূত মিজারুল কায়েসের প্রতি অন্তিম শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় অনেকেই স্মরণ করেন সাবেক এই পররাষ্ট্রসচিবের কর্মময় জীবনকে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শহীদ মিনারে নেওয়ার আগে আজ সকাল সাড়ে ৮টায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বাদ আসর গুলশানের আজাদ মসজিদেও তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে আরেক দফা জানাজার পর তাঁকে আবার ঢাকায় এনে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
সকালে শহীদ মিনারে মিজারুল কায়েসের মরদেহ রাখা হলে চিরবিদায়ী বাবার কফিনের পাশে কাঁদতে থাকেন তাঁর সন্তান। বাবাকে হারানোর বেদনায় খানিক পরপরই গুমরে গুমরে উঠেছিলেন তিনি। শহীদ মিনারে তাঁকে শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘তিনি (মিজারুল কায়েস) সৎ, কর্মদরদি, যিনি সব সময় দেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন, দেশকে ভালোবেসে গেছেন।’
মিজারুল কায়েসের বড় ভাই মেজর জেনারেল (অব.) ইমরুল কায়েস বলেন, ‘আমরা বনানীতে আমাদের মা-বাবার কবরের পাশে মঙ্গলবার আসরের নামাজের পর তাঁকে (মিজারুল কায়েস) দাফন করার পরিকল্পনা করেছি।’
গত ১১ মার্চ ব্রাজিলের স্থানীয় সময় রাত ৯টায় ব্রাসিলিয়ার একটি হাসপাতালে মিজারুল কায়েস ইন্তেকাল করেন। গত ১৫ মার্চ মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের আয়োজনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
১৯৮২ ব্যাচের বিসিএস কর্মকর্তা মোহাম্মদ মিজারুল কায়েস এর আগে পররাষ্ট্রসচিব ছাড়া যুক্তরাজ্যে হাইকমিশনার এবং রাশিয়ায় রাষ্ট্রদূতসহ দেশ-বিদেশে বিভিন্ন দায়িত্ব পালন করেন।


নিজস্ব প্রতিবেদক