বরিশালে হোটেল থেকে যৌনকর্মীসহ আটক ৫

বরিশালে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মহানগরের অমৃত লাল দে সড়কের আবাসিক হোটেল প্যারাডাইসে এ অভিযান চালানো হয়।
বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হোটেল প্যারাডাইসে অভিযান চালানো হয়। এ সময় একজন কলগার্ল (যৌনকর্মী), হোটেল মালিক ফারুক, বিজয় ও সুজনসহ মোট পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা আবু তাহের।