নীলফামারীতে ট্রাকের চাপায় নিহত ১

Looks like you've blocked notifications!

নীলফামারীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলার জলঢাকা উপজেলার রংপুর-ডালিয়া সড়কের বড়ঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দুলাল হোসেন (২৯)। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীডাঙ্গা পাড়ার আবু বক্করের ছেলে। তাঁর সঙ্গী গুরুতর আহত ফিরোজ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম থেকে মোটরসাইকেলে করে জলঢাকা হয়ে রংপুর যাচ্ছিলেন দুলাল ও ফিরোজ। পথে জলঢাকা উপজেলার বড়ঘাট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল হোসেন মারা যান। অপর আরোহী ফিরোজ হোসেনকে এলাকার লোকজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি দুর্ঘটনার পর পালিয়েছে।