বরিশাল মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

Looks like you've blocked notifications!
ভবনে ফাটল দেখা দেওয়ায় আজ মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছাত্রীরা হোস্টেল ছেড়ে যাচ্ছেন। ছবি : ফোকাস বাংলা নিউজ

ছাত্রী হোস্টেলের ভবনে ফাটল দেখা দেওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে এ ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা।

আজ সন্ধ্যার আগেই সব ছাত্রীকে হল ত্যাগ করার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ সাংবাদিকদের জানান, ছাত্রীদের আবাসন সংকট নিরসনে গত বছর মে মাসে সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে আটতলা ভিত্তির চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। ভবনটি নির্মাণে পাইলিংয়ের কাজ শুরুর সাথে সাথে ওই জমি সংলগ্ন পুরাতন হোস্টেলের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এমনকি পাইলিং করার সময় পুরাতন হোস্টেল ভবনটি কাঁপতে থাকে। এ সময় ছাত্রীরা হোস্টেল ছেড়ে ভয়ে বাইরে চলে আসেন।

ভাস্কর সাহা বলেন, ‘এখন পাইলিংয়ের কাজ বন্ধ রাখলেও হোস্টেলের বিভিন্ন স্থান থেকে প্লাস্টার খসে পড়ছে, বিভিন্ন স্থানের রড বের হয়ে গেছে। এ কারণে নিরাপত্তার কথা ভেবে কলেজ কর্তৃপক্ষ আগামী তিন সপ্তাহের জন্য সাড়ে ৩০০ ছাত্রীকে হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এ সময় কলেজও বন্ধ থাকবে।’ 

অধ্যক্ষ আরো জানান, ছুটির মধ্যে নতুন হোস্টেলের পাইলিংয়ের কাজ শেষ করা হবে। তারপর প্রকৌশলী এনে পরীক্ষা-নিরীক্ষা করে পুরাতন আবাসন ভবনটি বসবাসের উপযোগী থাকলে ছাত্রীদের সেখানে উঠানো হবে। উপযোগী না থাকলে তাদের অন্যত্র বসবাসের ব্যবস্থা করা হবে।
 
হোস্টেলের ছাত্রীরা জানান, নতুন ভবনটি শুরুর আগে পুরাতন হোস্টেলের অবস্থাটা ভালোভাবে জেনে নেওয়া দরকার ছিল। এখন ক্লাস বন্ধ থাকায় সমস্যায় পড়তে হবে।