চট্টগ্রামে বিশেষ শিল্প এলাকা গড়তে চায় চীন
চট্টগ্রামে বিশেষ শিল্প এলাকা গড়ে তুলতে চায় চীন। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) মতো পণ্য উৎপাদন ও কলকারখানা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে চীন।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামে এসে এ কথা জানান চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জুয়ো ইয়োস হু। তিনি ইপিজেডের উৎপাদন প্রক্রিয়া, বন্দর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
জুয়ো ইয়োস বলেন, ‘চট্টগ্রামে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে।’
চট্টগ্রামের ইপিজেডের আদলে বৃহৎ পরিসরে পণ্য উৎপাদন এবং কলকারখানা গড়ে তোলা যায় কি না, তার সম্ভাব্যতা যাচাই করতে চট্টগ্রামে আসেন জুয়ো ইয়োস হু।
ইপিজেড কর্মকর্তা, শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন জুয়ো।
এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘কর্ণফুলী নদীর তলদেশে নির্মিতব্য টানেলের পাশে শিল্প পার্ক করতে চীনকে এক হাজার একর জায়গা দেবে সরকার।’
এর পর বিকেলে জুয়ো ইয়োস হু নগরীর একটি অভিজাত হোটেলে চট্টগ্রামের ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।