গোপালগঞ্জে আগুনে পুড়ল ১৩ দোকান

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারে আজ ভোররাতে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। ছবি : এনটিভি

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে তিনটি মুদি, একটি পোলট্রি, একটি ওয়ার্কশপ, একটি লন্ড্রি ও ছয়টি সেলুন।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোররাতে বাজারের শঙ্কর ভৌমিকের মুদি দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এর পর আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৩টি দোকান আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামুল হুদা বলেন, ‘গোপালগঞ্জ সদস থানা থেকে ভোর ৫টার দিকে থানা থেকে আমাদের ফোন করা হয়। পরে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’ শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিয়ামুল হুদা জানান।