‘কৃষক লীগের সৌদি আরব শাখার প্রয়োজন নেই’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কৃষক লীগের সৌদি আরব কিংবা কাতার শাখার প্রয়োজন নেই।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আবদুস সালাম বাবুল। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল হক রেজা প্রমুখ।
বক্তব্যে কৃষক লীগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কৃষক লীগের সম্মেলন ২০১২ সালে হয়েছিল। সম্মেলনের পাঁচ বছর হয়ে গেছে। এখন সম্মেলন করে ফেলুন। নতুন নেতৃত্ব আনুন। ট্রাফিক জ্যাম করবেন না।’
‘ইতোমধ্যে আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ ও তাঁতী লীগের ট্রাফিক জ্যাম শেষ হয়ে গেছে। অনেক ত্যাগী কর্মী আছে। এদের প্রবেশের সুযোগ করে দিন।’
কৃষক লীগকে গ্রামকেন্দ্রিক কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কৃষক লীগের কাতার শাখা, সৌদি আরব শাখার প্রয়োজন নেই। দলের জন্য কাজ করুন। দলের জন্য কাজ করলেই মানুষের উন্নয়ন হবে। সুতরাং যতসব অসংগতি পরিহার করে শেখ হাসিনার উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিন।’
‘চাটুকারিতাবিরোধী দলের বিদ্বেষমূলক রাজনীতি থেকেও ভয়ংকর। আমি চাটুকার দেখলে ভয় পাই। আমি যা নই, তারা আমাকে তা বানায়। অনেক বড় বড় বক্তৃতা। নেতারে খুশি করার জন্য বড় বড় ব্যানার ছাপায়। এক পোস্টারে ৬০ জনের বেশি মানুষের ছবি দেখেছি। নেতা খুশি করার দরকার নাই।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের পরাজয়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু আইনজীবী ও আওয়ামী আইনজীবী—এই বিভাজন আর চলবে না। এক হতে হবে। এক হয়ে কাজ করতে হবে। এক হয়ে সম্মেলন দিতে হবে। বিভাজনের পরিণতি আর আমরা মেনে নিতে পারছি না।’