ডোবায় মিলল দুই ভাইয়ের লাশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি ডোবা থেকে স্কুলছাত্র দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার সেজিয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলো ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মুজাহিদ (১৩) ও ইব্রাহীম (৯)। এর মধ্যে মুজাহিদ ভাষাণপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এবং ইব্রাহিম দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন এনটিভি অনলাইনকে বলেন, মুজাহিদ ও ইব্রাহীম মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়। কিছু সময় পরে তাদের কোনো খোঁজ পাওয়া যচ্ছিল না।
পরে রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় দুই ভাইয়ের মৃতদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। তারা পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
আজ বুধবার সকালে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে বলে জানান ওসি।

মিজানুর রহমান, ঝিনাইদহ