বরিশালে ছাদ থেকে পড়ে ইমামের মৃত্যু

বরিশাল নগরীর নবগ্রাম রোডের একটি ভবনের ছাদ থেকে পড়ে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমামের নাম আবদুল আলিম (৫০)। তিনি নগরীর দক্ষিণ আলেকান্দার জামে আল মেহেদী মসজিদের ইমাম ছিলেন। থাকতেন নগরীর ২২ নম্বর ওয়ার্ডে নবগ্রাম রোডের আনোয়ারা মঞ্জিলের বাসায়।
স্বজনরা জানায়, আজ বেলা ১১টার দিকে বাসভবনের দুই তলার ছাদ থেকে হঠাৎ করেই নিচে পড়ে যান ইমাম আবদুল আলিম। পরে তাঁকে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ মোল্লা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ বাড়িতে আনা হয়েছে।