দ্গ্ধ দুই নারী মারা গেলেন শেরে বাংলা মেডিকেলে

আগুনে দগ্ধ দুই নারী বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার সকালে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
নিহত নারীরা হলেন ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের স্বপ্না বেগম (২০) ও পটুয়াখালীর খেপুপাড়া গুলবুনিয়া এলাকার নুরুল আকনের স্ত্রী সাথী (২৩)।
বার্ন ইউনিটের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, আজ সোমবার সকালের দিকে তাঁদের মৃত্যু হয়। নিহত দুজনের শরীরে চুলা থেকে আগুন লাগে। তাদের দুজনের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় সাথীকে গত ৮ মার্চ ও ২১ মার্চ স্বপ্নাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বরিশালের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, আজ দুপুর ১২টার দিকে পুলিশ লাশ দুটির সুরতহাল করেছে।