কুসিক নির্বাচন

মনে হচ্ছে আ. লীগ পরাজিত হয়েছে, বিজয়ীকে স্বাগত : হানিফ

Looks like you've blocked notifications!
এনটিভির পুরোনো ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘এরই মধ্যে যে খবর এসেছে তাতে মনে হচ্ছে আমাদের মনোনীত প্রার্থী জনগণের রায়ে পরাজিত হয়েছেন। ভোটের মধ্য দিয়ে যিনি আসতে যাচ্ছেন, তাঁকে স্বাগত জানাই।’

আজ বৃহস্পতিবার দিনভর ভোট শেষে সন্ধ্যার পর অস্থায়ী নির্বাচনী কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ১০৩টি কেন্দ্রের মধ্যে ৮৩টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার চেয়ে সাত হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। 

রাতে এনটিভি অনলাইন থেকে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে হানিফ এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা। জনগণ যাতে করে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করা। এই সরকারের অতীত অভিজ্ঞতার ধারাবাহিকতায় এ কাজটিই করেছে।’

‘আমাদের প্রার্থী হারতে যাচ্ছে এটা বড় কথা নয়, বড় কথা হলো জনগণের অধিকারকে অটুট রেখেছে সরকার’, যোগ করেন হানিফ।