সৈয়দপুর রেল কারখানার ছয় শ্রমিক বরখাস্ত

Looks like you've blocked notifications!

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মকর্তাদের লাঞ্ছিত ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ছয় শ্রমিককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন জাহিদুল ইসলাম, মিলন আলী, আবুল বাশার, আলম আলী, নূরুল হক ও ইমরুল হক।

আজ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্তে করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলে জন্য সৈয়দপুর রেল কারখানার সহকারী ওয়ার্কস ম্যানেজার শহীদুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহমদ হোসেন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, সৈয়দপুর রেল কারখানার টিফিনের নির্ধারিত সময় রয়েছে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ সময় শ্রমিকরা কারখানার বাইরে গিয়ে টিফিন করেন। কিন্তু নির্ধারিত সময়ে শ্রমিকরা কাজে যোগদান করছে না। এর ফলে কারখানার কোচ মেরামত ও উৎপাদনসহ স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছিল। 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কড়াকড়ি নিয়ম আরোপ করলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠেন এবং গত ১৩ জুন কারখানা গেটে কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত এবং গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ছয় শ্রমিককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।