‘ভারতের এজেন্ডাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে’
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক ও চুক্তি করার ক্ষেত্রে ভারতের এজেন্ডাগুলোকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক : সমতা ও মর্যাদা প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় আনু মুহাম্মদ এ কথা বলেন। গণসংহতি আন্দোলন ওই সভার আয়োজন করে।
আনু মুহাম্মদ বলেন, ‘পানি, বিদ্যুৎ, ট্রানজিটসহ বিভিন্ন ইস্যুতে ভারত এজেন্ডা ঠিক করছে, আর বাংলাদেশ তা বাস্তবায়ন করছে।’ এসব ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব বিচার-বিশ্লেষণ খুব একটা চোখে পড়ছে না বলে অভিযোগ করেন আনু মুহাম্মদ। ভবিষ্যতে বাংলাদেশের জনগণের স্বার্থ মাথায় রেখে ভারতের সঙ্গে চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের আহ্বান জানান তিনি।
আনু মুহাম্মদ বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয় এ রকম কোনো লক্ষণ নেই যে তারা নিজেদের এজেন্ডা সেট করার জন্য দিনরাত পরিশ্রম করছে। দিনরাত হয়তো পরিশ্রম করছে কিন্তু পরিশ্রমটা হচ্ছে ভারতের এজেন্ডাটা কীভাবে বাস্তবায়ন করা যায়, যৌক্তিক করা যায়। সেটাকে যুক্তি দিয়ে একটা কাঠামো দাঁড় করানো যায়।’
এ সময় উপস্থিত ছিলেন গণসংহতির সমন্বয়ক জোনায়েদ সাকি।