কবি সাযযাদ কাদিরের মৃত্যুতে খালেদা জিয়ার শোক
দেশের বিশিষ্ট কবি, গবেষক, সাংবাদিক সাযযাদ কাদিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এক শোকবার্তায় বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সাযযাদ কাদিরের ভূমিকা ছিল প্রশংসনীয়। স্বাধীন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ সাযযাদ কাদির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে যেভাবে নিরলসভাবে কাজ করেছেন, সেটি তাঁর সতীর্থ সাংবাদিকরা চিরদিন শ্রদ্ধার মঙ্গেই মনে রাখবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
গতকাল বৃহস্পতিবার দুপুরেই রাজধানীর একটি হাসপাতালে মারা যান সাযযাদ কাদির। তিনি তাঁর লেখনী দিয়ে গণমানুষের কথা ফুটিয়ে তুলেছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করে খালেদা জিয়া।
তিনি বলেন, বিশিষ্ট কবি ও কীর্তিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও তাঁর অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
অপর এক শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবি সাযযাদ কাদিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন। তিনি বলেন, তাঁর মতো বহুমুখী প্রতিভার অধিকারী একজন সাংবাদিকের পৃথিবী থেকে বিদায় নেওয়া দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।

নিজস্ব প্রতিবেদক