বিজিবির কাছে অস্ত্র ছিল কি না, প্রশ্ন বিএনপির
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) একজন সদস্যকে তুলে নিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে অস্ত্র ছিল কি না, সে প্রশ্ন করেছে বিএনপি।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ প্রশ্ন তুলেন। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল আজিজকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জনাব আবদুল আজিজ সাহেব বিরোধী দলকে দমন করার জন্য যখন এই বিজিবি নামিয়েছিলেন, তখন গর্ব করে বলেছিলেন যে, অস্ত্র থাকে তো ব্যবহার করার জন্য। আমরা বিশ্বাস করি আইনসম্মতভাবে ব্যবহার করার জন্যই অস্ত্র থাকে। এটা আমরা জানি, বিশ্বাস করি। কিন্তু যখন আমরা দেখি যে, আমাদের সীমান্ত রক্ষা করার দায়িত্বে বিজিবির সদস্যরা যখন অপহৃত হয়ে যান, আজকে কয়েকদিন পার হয়ে যাচ্ছে এবং তাদের হাতকড়া পরিয়ে রাখা হয়। প্যান্ট খুলে তাদের লুঙ্গি পরিয়ে দেওয়া হয়। আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তো এটা কি আমাদের বিজিবির অস্ত্র সাথে ছিল?’
সংবাদ সম্মেলনে বিজিবির সদস্যকে তুলে নেওয়ার ঘটনাটিকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন রিপন। এ সময় তিনি বিজিবির সদস্যকে উদ্ধারে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বাজার মনিটরিং না থাকায় রমজানে দ্রব্যমূল্য বেড়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এ ছাড়া ভেজালবিরোধী অভিযান জোরদার করার দাবি জানান রিপন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতাদের রমজান মাসেও আটক রাখার সমালোচনা করে আসাদুজ্জামান রিপন অবিলম্বে তাঁদের মুক্তির দাবি করেন।