সন্দ্বীপ চ্যানেলে ট্রলারডুবি
চট্টগ্রামের কুমিরায় সন্দ্বীপ চ্যানেলে আমসহ কাঁচামালবাহী একটি ট্রলার ডুবে গেছে। মাঝিমাল্লাসহ ছয় আরোহীকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন ইমরান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন স্পিডবোটের মাধ্যমে নারী, শিশুসহ ছয়জনকে উদ্ধার করেছে।
ঘাটের ইজারাদার আনোয়ার হোসেন জানান, ট্রলারটি সীতাকুণ্ড ঘাট থেকে ছাড়ার এক ঘণ্টার মধ্যে পানি ঢুকে ডুবতে থাকে। এ সময় ট্রলারে থাকা লোকজন বিষয়টি তাঁদের (ইজারাদার) জানালে তাঁরা দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যান। ডুবে যাওয়ার আগে যাত্রীসহ ছয়জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে। পরে তাদের সন্দ্বীপে পৌঁছে দেওয়া হয়। সাগর উত্তাল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান আনোয়ার হোসেন।