সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

একদিনে ১০ শিশুমৃত্যুর তদন্ত শুরু

Looks like you've blocked notifications!

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ নবজাতকসহ ১০ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এ ঘটনার পর হাসপাতাল প্রশাসন তৎপর থাকায় হাসপাতালের পরিবেশও স্বাভাবিক হয়ে এসেছে।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী জানান, মৃত্যুবরণ করা শিশুদের চিকিৎসার ফাইল সংগ্রহ করা হয়েছে। প্রথমে খতিয়ে দেখা হচ্ছে, এসব মৃত্যুর পেছনে চিকিৎসা ব্যবস্থাপত্রে কোনো ত্রুটি আছে কি না। এর পর মারা যাওয়া শিশুদের স্বজনদের ডাকা হবে। সে জন্য হাসপাতালের ভর্তি রেজিস্টার থেকে মৃত্যুবরণ করা শিশুদের অভিভাবকের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে।

তবে তদন্ত কমিটি ও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, এই ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যুর ঘটনায় বুধবার সকাল পর্যন্ত কেউ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ করেনি।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির আজ ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শিশুসহ মোট ৩২ জনের মৃত্যু হয়।