পরিবেশদূষণ রোধে তেল সংগ্রহ, শ্রমিক নিয়োগ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পরিবেশ দূষণরোধে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল সংগ্রহ করতে শ্রমিক নিয়োগ করেছে জেলা প্রশাসন। এ ছাড়া স্থানীয় লোকজনের মাধ্যমে তেল সংগ্রহের পর তা ৩০ টাকা লিটারদরে কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
গত শুক্রবার চট্টগ্রাম-দোহাজারী রেলপথের বোয়ালখালী এলাকায় সেতু ধসে রেল ইঞ্জিনসহ তেলবাহী চারটি ট্যাংকার খালে পড়ে যায়। এতে ট্যাংকার থেকে বিপুল পরিমাণ ফার্নেস তেল খাল-বিল হয়ে কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়ে। ওই দুর্ঘটনার তিনদিন পরও ট্রেন চলাচল শুরু হয়নি। উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত রেল ইঞ্জিন ও তেলের বগি। ভাঙা সেতু মেরামত, ইঞ্জিন ও ট্যাংকার উদ্ধারকাজ শেষ হতে তিন-চারদিন সময় লাগবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক জানান, তেল সংগ্রহের কাজে এরই মধ্যে ৪০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া তেল সংগ্রহে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
ফার্নেস অয়েল কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয় হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক মকবুল হোসেন।