পূর্বধলার সিরাজুল হত্যা মামলায় সবাই খালাস
নেত্রকোনার পূর্বধলা উপজেলার সরিষতলা গ্রামের চাঞ্চল্যকর সিরাজুল ইসলাম হত্যা মামলার রায়ে ১২ জন আসামির মধ্যে সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।
খালাস পাওয়া ব্যক্তিরা হচ্ছেন পূর্বধলা উপজেলার সরিষতলা গ্রামের আলী আহম্মদ, স্বপন, সুমন, মাসুদ, ফিরোজ, জসিম, ছানু, খোকন, ছোট্ট আবু, কসম উদ্দিন, হারুন ও সাহেব আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূর্বধলা উপজেলার সরিষতলা গ্রামের সাহেদ আলীর ছেলে সিরাজুল ইসলামের সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের আলী আহমদের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর সরিষতলায় রাস্তার ওপর সিরাজুল ইসলামকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পরের দিন সিরাজুল ইসলামের বাবা সাহেদ আলী (৫০) বাদী হয়ে আলী আহমদসহ ১২ জনকে আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৯ সালের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় বিচারক সব আসামিকে বেকসুর খালাস দেন।
বাদী পক্ষের অভিযোগ, তারা ন্যায় বিচার পায়নি।