ইউপি নির্বাচন : লক্ষ্ণীপুর পেয়েছে প্রথম নারী চেয়ারম্যান
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মাহেনারা পারভিন পান্না জয়ী হয়েছেন। আজ রোববার ওই ইউপিতে ভোটগ্রহণ করা হয়।
এ প্রথম লক্ষ্মীপুর জেলায় একজন নারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মাহেনারা পারভিন পেয়েছেন ১০ হাজার ৫৪৫ ভোট। তিনি পরাজিত করেছেন বিএনপির ফেরদৌসি সুলতানাকে।
সন্ধ্যায় ওই ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন।
এদিকে, সকাল ১০টার দিকে কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্টদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসি সুলতানা। এ সময় তিনি পুনর্নির্বাচনের দাবি করেন।
অপরদিকে, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে ৩৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জহিরুল ইসলাম। তিনি ৩৬৯ ভোট পেয়েছেন। এ ছাড়া সদর উপজেলার শাকচর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন খোকন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭২ ভোট।