রাজনীতিবিদদের সম্মানে খালেদা জিয়ার ইফতার
রাজনীতিবিদদের সম্মানে আজ রোববার ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতারের আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন অতিথিদের টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে এ ইফতার আয়োজনে আমন্ত্রণ জানানো হয়। তবে তাঁরা কেউ আসেননি।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়।
রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা দলের নেতা ইকবাল সিদ্দিকী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আবদুল হালিম, জাতীয় পার্টির (জাফর) সভাপতি কাজী জাফর আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান কর্নেল (অব) অলি আহমেদ, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, ইসলামী ঐক্যজোটের নেতা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের নেতা এম ইসহাক, জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির নেতা ফরহাদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নেতা খন্দকার গোলাম মোর্তজা, বাংলাদেশ ন্যাপের নেতা জেবেল রহমান গণি প্রমুখ।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, লে. জে (অব) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার (অব) আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক