বিএনপির সাবেক এমপি পাপিয়ার জামিন নাকচ

২০-দলীয় জোটের হরতাল-অবরোধে নাশকতার নয়টি মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ-সংক্রান্ত আদেশ দেন।
এর আগে আজ সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাপিয়ার পক্ষে নাশকতার নয়টি মামলায় জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইকবাল হোসেন।
গত ১৬ জুন হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নাশকতার নয় মামলায় ঢাকার মহানগরের তিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পাপিয়া। শুনানি শেষে পল্টন থানার পাঁচ মামলায় ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান, লালবাগ থানার এক মামলায় ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান এবং মিরপুর থানার তিন মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই দিন পাপিয়ার পক্ষে আদালতে জামিন শুনানি করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, মোহসিন মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও আওয়ামীপন্থী আইনজীবী কাজী নজিব উল্লাহ হিরু।