কারওয়ান বাজারসংলগ্ন এলাকায় আগুন
রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন রেললাইনের পাশের বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার সকালে কারওয়ান বাজারের কাছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিএফডিসির দেয়ালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৫৬ মিনিটে এফডিসির দেয়ালের পাশে কর্কশিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ১২টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক