হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকি: তরুণ রিমান্ডে
অস্ট্রেলিয়ার হাইকমিশন উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় মো. তৌসিফ হোসেন নামের এক তরুণকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান এ আদেশ দেন।
গ্রেপ্তার তৌসিফ হোসেনকে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান হাজির করে পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা মঞ্জুর করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তৌসিফকে গ্রেপ্তার করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, ফোন সেট ও রাউটার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সীমান্ত পেশায় একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার।
গত ২৫ এপ্রিল সকালে অজ্ঞাতপরিচয় একটি ই-মেইল বার্তায় রাজধানীর গুলশান ২ নম্বরে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
সে সময় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এনটিভি অনলাইনকে জানান, অজ্ঞাত একটি ই-মেইল থেকে পাঠানো এক বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আর চাঁদার টাকা না দিলে বোমা মেরে হাইকমিশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়।