ছিটবাসীর সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘ছিটমহল সমস্যার সমাধান আমার আমলে হয়নি, জিয়াউর রহমান বা খালেদা জিয়ার আমলেও হয়নি। বর্তমান সরকার স্থলসীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার সমাধান করেছে। এ জন্য ১৬ কোটি মানুষের পক্ষ থেকে ভারত এবং বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই।’
আজ বুধবার দুপুর ২টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া ছিটমহল পরিদর্শনকালে কালিরহাট বাজারে ছিটবাসীর উদ্দেশে এ সব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি।
এরশাদ বলেন, ‘৬৮ বছর ধরে ঝুলে থাকা ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। এ কারণে ছিটমহলবাসীকে অভিনন্দন জানাতে এখানে এসেছি।’
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ আরো বলেন, ‘ছিটবাসীদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। কেননা কোচবিহার জেলায় আমার জন্ম। আর এই দাসিয়ারছড়া ছিটমহল ছিল কোচবিহার জেলার অন্তর্গত।’
অধিকার ও সুবিধাবঞ্চিত ছিটবাসীর আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে সরকার ও জাতীয় পার্টির পক্ষ থেকে সব ধরনের সুবিধা দেওয়া হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত।
এ সময় এরশাদের সঙ্গে ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজার রহমান, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।