শিক্ষক বাবার স্বপ্ন পূরণ হলো
‘বাবা সবসময় বলেন তোমার যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা কর, আমি বাধা দেব না। কিন্তু পড়াশোনায় যেন সবসময় তোমার সাফল্য দেখতে পাই, ভালো রেজাল্ট দেখতে পাই। তাই খেলাধুলার মধ্যেও বাবার কথা রাখার চেষ্টা করেছি আমি।’
রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী মোনায়েম শাহরিয়ার জিপিএ ৫ পেয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে।
মোনায়েম শাহরিয়ার জানায়, তাঁর বাবা মোল্লা নজরুল ইসলাম সাভার আমিনবাজার এলাকায় একটি কলেজের অধ্যাপক। যেহেতু শিক্ষক বাবার ছেলে তাই পড়াশোনার প্রতি সবসময় পরিবার থেকেই উৎসাহ পেয়েছে সে। এ কারণে পিএসসিতে গোল্ডেন জিপিএ ৫, জেএসসিতে গোল্ডেন জিপিএ ৫ এবং এসএসসিতেও গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে।
মোনায়েম বলে, ‘বাবার কথা রাখার চেষ্টা করেছি আমি এবং তা যে পেরেছি আজ আবার প্রমাণ পেলাম।’
এই স্কুলের আরেক ছাত্র তুহিন জিপিএ ৫ পেয়েছে। সে জানায়, তার বাবা অবসরপাপ্ত সরকারি কর্মকর্তা। মোবাইল ফোনে নিজের রেজাল্ট দেখে প্রথমে বাবাকে সালাম করেছে সে।
জিপিএ ৫ পেয়ে স্ফূর্তি করতে থাকা সুৎমর জানায়, পরিবারের বড় ছেলের এমন ভালো ফলাফলে সবাই খুশি।
রিনা বেগম নামের এক শিক্ষার্থীর মা জানান, তাঁর স্বামী বিশেষ কাজে দেশের বাইরে অবস্থান করছেন। তাই ছেলের ফলাফল জানতে একাই ছেলেকে নিয়ে হাজির হয়েছেন স্কুলে। ছেলের জিপিএ ৫ পাওয়ার খবর ফোন করে জানিয়েছেন স্বামীকে।
আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেছেন। এবার ১০টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। ২ ফেব্রুয়ারি চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় শেষ হয় ১১ মার্চ।