বরিশালে ৪৮ বছরের রেকর্ডভাঙা বৃষ্টি

Looks like you've blocked notifications!
৪৮ বছরের রেকর্ডভাঙা বৃষ্টিপাতে দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে বরিশাল নগরীর বেশ কিছু এলাকা। ছবি : এনটিভি

৪৮ বছরের রেকর্ডভাঙা বৃষ্টিপাতে দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে বরিশাল নগরীর বেশ কিছু এলাকা। এতে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে। এ ছাড়া চতুর্থ দিনের মতো ঢাকাসহ সারা দেশের সঙ্গে ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

গত মঙ্গলবার মধ্যরাত থেকে একটানা বৃষ্টিতে বরিশাল নগরীর সদর রোড, বটতলা, বগুড়া রোড, দপ্তরখানা, স্টেডিয়াম কলোনি, পলাশপুর, রসুলপুর, নবগ্রাম রোডসহ প্রায় পুরো নগরীতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

বরিশাল আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ঢাকা আবহাওয়া কার্যালয়ের উপপরিচালক আবদুর রহিম এনটিভি অনলাইনকে জানান, বিগত ৪৮ বছরের মধ্যে এটি বরিশালে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের ওয়াটার গেজ রিডিং অনুযায়ী জানা গেছে, মৌসুমি বৃষ্টিপাতে জেলায় বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো তা বিপৎসীমা অতিক্রম করেনি।

এদিকে সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় নগরজীবনে নেমে এসেছে স্থবিরতা। অফিসপাড়ায় বেলা সোয়া ১১টা পর্যন্ত কর্মব্যস্ততা দেখা যায়নি, নগরীর দোকানপাটও খুলছে ঢিমেতালে।

সরেজমিনে দেখা গেছে, নগরীতে অল্পকিছু যানবাহন চলাচল করলেও এর ভাড়া দ্বিগুণ। বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে। প্রতিকূল আবহাওয়ায় নদীবন্দরে দুই নম্বর সতর্কসংকেত অব্যাহত থাকায় এ নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জেলার নৌপরিবহন কার্যালয়ের সূত্রে জানা গেছে।