ভিশন ২০৩০ বাস্তবায়নে বিএনপির দার্শনিক শক্তি নেই
তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ভবিষ্যৎ সরকার পরিচালনার রূপরেখা ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের দার্শনিক শক্তি নেই বিএনপির।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন মন্ত্রী।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ভিশন ২০৩০ উপস্থাপন করেন। দুই ঘণ্টা ধরে চলা এই সংবাদ সম্মেলনে দেশের রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, শিক্ষায় প্রয়োজনীয় সংস্কারের ইঙ্গিত দেন খালেদা জিয়া।
এ বিষয়ে আজ তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এর আগে ১০ বছর ক্ষমতায় ছিল। ওই সময় তারা যে লুটপাট, দুর্নীতি, হত্যা, গুম করেছে তার জন্য খালেদা জিয়ার উচিত ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া।
ইনু বলেন, খালেদা জিয়া নির্বাচন কমিশন (ইসি) শক্তিশালী করা নিয়ে কোনো কথা বলেননি। তিনি চান ‘আজিজ মার্কা’ দুর্বল কমিশন করতে।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া চান যুদ্ধাপরাধীদের পাশে বসিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে। এটা একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। খালেদা জিয়া হচ্ছেন পাকিস্তানের যোগ্য দালাল।

নিজস্ব প্রতিবেদক