বগুড়ায় ট্রাককে পিকআপের ধাক্কা, নিহত ২

বগুড়ার মহাস্থানগড়ের হাতীবান্ধা এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কায় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার এরুলিয়া এলাকার রায়হান (৩৫) ও রংপুরের জহুরুল (৫০)। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে রংপুর থেকে ছেড়ে আসা আলুবোঝাই একটি পিকআপভ্যান ঢাকা-বগুড়া মহাসড়কের হাতীবান্ধা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের যাত্রী রায়হান ও জহুরুল নিহত হয়। আহত হন আরো দুই যাত্রী।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।