যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
লক্ষ্মীপুরের রামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী কুসুম আক্তারকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইদুর রাহমান গাজী এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার পশ্চিম শেখপুর গ্রামের বাড়িতে ২০১২ সালের ১৭ নভেম্বর দুই লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রী কুসুম আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন মনির হোসেন। ঘটনার দিন বিকেলে নিহত কুসুমের বাবা জামাল মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় মনির হোসেনকে আসামি করে হত্যা মামলা করেন। ২০ এপ্রিল ২০১৩ সালে উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সন্দেহাতীতভাবে ঘটনা প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন।