১৫% আয়কর প্রস্তাব প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সমবায় সমিতির আয়ের ওপর ১৫ শতাংশ আয়কর প্রস্তাব প্রত্যাহারের দাবিতে আজ রোববার পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সমবায় সমিতির আয়ের ওপর ১৫ শতাংশ আয়কর প্রস্তাব প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালীর সমবায়ীরা। আজ রোববার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ লিমিটেডের (কাল্ব) পটুয়াখালী অঞ্চলের ডিরেক্টরসহ স্থানীয় দুই শতাধিক সমবায়ী অংশ নেয়।

মানববন্ধন থেকে সমবায় সমিতির আয়ের ওপর ধার্য করা ১৫ শতাংশ আয়কর প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। পরে তারা পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।