রাজবাড়ীতে জাল টাকাসহ গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল বাজার বাসস্ট্যান্ড থেকে গত রোববার রাতে জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আরো ৩৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম স্বদেশ সরকার (১৯)। তাঁর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, ঈদকে সামনে রেখে জাল টাকার ব্যবসায়ীরা সারা দেশে সক্রিয় হয়ে উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বালিয়াকান্দি ইলিশকোল বাজার বাসস্ট্যান্ড থেকে দুটি এক হাজার টাকার জাল নোটসহ স্বদেশ সরকারকে আটক করে। আটকের পর থানায় এনে জিজ্ঞাসাবাদে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়ার ভাড়া বাসা থেকে একটি কাপড়ের ব্যাগের মধ্যে থেকে ৩৩ হাজার টাকার জাল নোট, একটি সোনালী ব্যাংকের সিল, প্যাড ও আঠা এবং একটি মুঠোফোনের সেট জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।