বাসে তল্লাশী চালিয়ে ইয়াবা সহ যুবক আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/30/photo-1435603089.jpg)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিলার চান্দিনার তীরচর এলাকা থেকে ২০০ পিস ইয়াবা সহ সোমবার রাত ৮টার দিকে মশিউর রহমান আকন নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। ছবি: এনটিভি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার তীরচর এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ সোমবার রাত ৮টার দিকে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
আটক মশিউর রহমান আকন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার উত্তর পইকখালী গ্রামের বাসিন্দা।
ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ডোভা নামক একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৩১৩৫) চান্দিনার তীরচরে পৌঁছালে এটি থামিয়ে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে থাকা ২০০ পিস ইয়াবাসহ মশিউর রহমান আকনকে রাত ৮টা ১০ মিনিটে আটক করে। পরে তাঁকে চান্দিনা থানায় নিয়ে আসে। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মাদকের মামলার প্রস্তুতি চলছে।