শ্রমিকদের বেতন-বোনাসের তারিখ দিল মন্ত্রণালয়
দেশের সব শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের জুন মাসের বেতন আগামী ১০ জুলাইয়ের মধ্যে এবং তাদের উৎসব ভাতা ১৪ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম সমস্যা নিরসনে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় এ আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
শ্রমিকরা যেন নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে, সে লক্ষ্যে পর্যায়ক্রমে ছুটি দিতে গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন সংগঠনের অন্তর্ভুক্ত কারখানাগুলোতে পর্যায়ক্রমে ঈদের ছুটি দিলে শ্রমিকদের বাড়ি পৌঁছাতে কোনো সমস্যা হবে বলে সভায় মত দেওয়া হয়। কারণ সবার ছুটি একই দিনে শুরু হলে যানজট, পরিবহন সংকটসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
এ সময় বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতারা মন্ত্রণালয়ের অনুরোধ রাখবেন কি না তা জানতে চাইলে মুজিবুল হক চুন্নু বলেন, সরকার নানাভাবে ব্যবসায়ীদের সহযোগিতা করে। তাই তাঁরাও সরকারকে সহযোগিতা করবেন বলে আশা করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের ওপর তাঁর আস্থা আছে।
তবে কেউ যদি কোনো কারখানার উৎপাদন ব্যাহত করার চেষ্টা করে তবে তা নস্যাৎ করা হবে বলেও হুঁশিয়ারি করে দেন মুজিবুল হক চুন্নু।
দেশের পোশাক কারখানাগুলোতে কোনো সমস্যা আছে কি না সে প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, দেশের চার হাজার কারখানার কর্মপরিবেশ উন্নয়নের প্রক্রিয়া চলছে। তাই কিছু সমস্যা থাকতেই পারে। সব কিছু মিলিয়ে এবার শান্তিপূর্ণভাবে মালিক-শ্রমিকরা ঈদ উদযাপন করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।