ছিটমহল নিয়ে দুই দেশের বৈঠক

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

ছিটমহল বিনিময়ের অংশ হিসেবে লালমনিরহাটে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈঠক চলছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের হলরুমে শুরু হয় এ বৈঠক।

বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলে আগামী ৬ জুলাই থেকে শুরু হওয়া যৌথ জরিপ কার্যক্রমের আগে সার্বিক পরিস্থিতি নিয়ে দুই দেশের ছিটমহল অধ্যুষিত জেলাগুলোর জেলা প্রশাসক পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে বাংলাদেশি ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ। এ ছাড়া দলে আছেন লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান, নীলফামারীর জেলা প্রশাসক জাকির হোসেন ও পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন। এ ছাড়া বাংলাদেশের প্রতিনিধিদলে আছেন পরিসংখ্যান ব্যুরোর পরিচালক জাহিদুল হক সরকার, কলকাতার বাংলাদেশি হাইকমিশনের কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, লালমনিরহাট ও পঞ্চগড়ের পুলিশ সুপারসহ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি কর্মকর্তা, কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

অপরপক্ষে ভারতীয় প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন কোচবিহারের জেলা শাসক (ডিএম) পি উলগানাথন। এ ছাড়া দলে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র, দেশটির পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, ভূমি কার্যালয়সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত আছেন।

বৈঠকে জরিপকারী, সুপারভাইজার, দুই দেশের ছিটমহলবাসীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।