চান্দিনায় পেট্রলবোমা হামলায় শিবিরকর্মী আটক
কুমিল্লার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বোরহান উদ্দিন (২০) নামের এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার লগড্ডা গ্রামের একটি মসজিদ থেকে তাঁকে আটক করা হয়। বোরহান ওই গ্রামেরই বাসিন্দা।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী এনটিভি অনলাইনকে জানান, গত ২ জুন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের সামনে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আটক আসামি আব্দুর রাজ্জাক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
সেই জবানবন্দি মোতাবেক বোরহানকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে বোরহানকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
গত ২ জুন রাতে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় সাতজন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।