আহমদ শফীকে দেখে গেলেন ফখরুল, ‘অবস্থা সংকটাপন্ন’
রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার বিকেলে আহমদ শফীকে দেখতে যান বিএনপি নেতা।
মির্জা ফখরুল চিকিৎসকের কাছে হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আহমদ শফী বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে আল্লামা শফী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে ২১ দিন ধরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তিন সদস্যের মেডিকেল বোর্ড তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়।
হাসপাতাল থেকে বেরিয়ে ফখরুল বলেন, ‘তিনি এখনো অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। তবে এখানে আসার সময় (যেমন) ছিল, ডাক্তার সাহেবরা বললেন যে, কিছুটা ইমপ্রুভ করেছেন। ওনারা বলছেন যে, ইমপ্রুভ করছে, তবে সময় লাগছে। যেহেতু সংকটাপন্ন অবস্থায় আছেন, ওনারা বলছেন যে, আশা করছি যে ইমপ্রুভ করবে।’
জানা গেছে, শারীরিক দুর্বলতা অনুভব করায় আল্লামা শাহ আহমদ শফীকে গত ১৮ মে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালটিতে ভর্তি করা হয়। এখানে মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোফরানুল হক, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. হাসানুজ্জামান ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইবরাহীম চৌধুরীর তত্ত্বাবধানে হেফাজতের আমিরকে চিকিৎসা দেওয়া হয়।
তাঁর রক্তচাপ বারবার কমে যাওয়ায় এবং ফুসফুসে পানি দেখা যাওয়ায় ২১ মে থেকে তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। চট্টগ্রামের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের মাধ্যমে তাঁর শরীরে পেসমেকার স্থাপন করা হয়। এতে রক্তচাপ স্বাভাবিক ও ফুসফুসের পানি সরে গেলেও শারীরিক দুর্বলতা স্বাভাবিক হচ্ছিল না। গত ১ জুন হেফাজত আমিরকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে নেওয়ার তিনদিনের মাথায় আবার ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট দেখা দেয়। আবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়।