‘নিখোঁজের’ ৬ মাস পর ফিরল যুবক
লক্ষ্মীপুর থেকে ‘নিখোঁজের’ ছয় মাস পর চোখ বাঁধা অবস্থায় রাকিবুল হাসান রকি নামের এক যুবককে ফেলে যায় অজ্ঞাতরা।
রাকিবুল হাসান রকি দাবি করেন, আজ রোববার ভোররাতে শহরের বাগবাড়ী এলাকায় গাড়িতে করে ফেলে যাওয়া হয় তাঁকে। পরে স্থানীয় এক রিকশাচালক তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
রকি লক্ষ্মীপুর পৌর এলাকার সোনালী কলোনির বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে।
তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত বছরের ৬ ডিসেম্বর শহরের পুরাতন আদালত রোডে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে রাত ১০টার দিকে রকিকে সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। পরের দিন ৭ ডিসেম্বর তাঁর বাবা তোফয়েল আহমেদ লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাকিবুল হাসান রকি স্থানীয় একটি মোটরসাইকেলের শোরুমের মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।